Apan Desh | আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস

ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৪, ১৮ জুলাই ২০২৫

ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি : আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার (১৮ জুলাই) সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। বিভিন্ন বয়সের দৌড়বিদদের সঙ্গে উপদেষ্টাও অংশ নেন। আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে ম্যারাথনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ দৌড়বিদরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উদ্যোগ সে ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়