Apan Desh | আপন দেশ

ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ২০:২৯, ১৬ জুলাই ২০২৫

ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

কলম্বোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে জয় জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল।

বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক পাথুম নিশাঙ্কা। ব্যাটিয়ে নেমেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক দল। বর্তমানে সিরিজে এখন ১-১ সমতা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৩৪ রান করেছে শ্রীলঙ্কা। স্পিনার শেখ মাহেদি ২ উইকেট এবং পেসার শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

এদিকে, বাংলাদেশ দল আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেনস শেখ মেহেদী। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকেছেন তানজিম হাসান।

পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা, জেতে ৮৩ রানের বিশাল ব্যবধানে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী,  রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়