
শামীম হোসেন
টানা ব্যর্থতার পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সমতা ফেরাল সফরকারী টাইগাররা। ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শামীম হোসেন। তার ২৭ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংসে লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ। পাশাপাশি সরাসরি এক থ্রোতে কুশল মেন্ডিসকে রানআউট করেন তিনি।
তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা ও যাওয়ার সময় লঙ্কান দর্শকরাও ‘শামীম, শামীম’ বলে তাকে সম্মান জানিয়েছেন। তবে আকাশে না উড়ে মাটিতেই পা রাখছেন শামীম। আবেগে না ভেসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব করে খুশি হওয়ার কিছু নেই। এটাই আমার প্রতিদিনের কাজ। যে জায়গায়ই ব্যাটিং করি না কেন, আমি আত্মবিশ্বাসী থাকি। চেষ্টা করি ভালো কিছু করতে।
শামীমের ব্যাটিং পজিশনটাই ঝুঁকির। তাই সবসময় ইতিবাচক পরিকল্পনা নিয়ে খেলার কথা জানালেন তিনি, আমি যখনই ব্যাটিংয়ে যাই, ইতিবাচক পরিকল্পনা নিয়ে যাই। অনেক সময় ঝুঁকি নিতে হয়। তখন নিজ থেকে দায়িত্ব নিয়েই ঝুঁকি নিয়ে খেলি।
শুরুতে ২ উইকেট হারানোর পর ম্যাচ সেরা লিটন দাসের ৫০ বলে ৭৬ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৩১ রানের ইনিংসে রান রেটটা কমে যাচ্ছিল বাংলাদেশের।
এ নিয়ে শামীম বললেন, মাঝেমধ্যে একটু ধীরেও খেলতে হয়। ওই সময় ভালো জুটি দরকার ছিল আমাদের। লিটন ও হৃদয়ের ইনিংসে সেটা হয়েছে। লিটনের ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। লিটন ভালো শুরু করায় আমরাও ভালো রান করতে পেরেছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।