
ছবি: সংগৃহীত
প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও টসে হারায় বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক শ্রীলঙ্কা। রোববার (১৩ জুলাই) টসে জিতে বাংলাদেশের অধিনায়কে লিটন দাসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
আজকের ম্যাচে টাইগারদের স্কোয়াডে তিন পরিবর্তন আনা হয়েছে। নাঈম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে জাকের আলী, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান একাদশে খেলবেন। তবে শ্রীলঙ্কা প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে।
আরওপড়ুন<<>>পিএসজি-চেলসি ফাইনাল: কে হবে বিশ্বসেরা ক্লাব
ডাম্বুলায় জিততে হলে টাইগারদের অলআউট ক্রিকেট খেলতে হবে। কারণ পাল্লেকেলের মতো রাংগিরিতেও স্পোর্টিং উইকেট করা হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে পারে। সেটাও নির্ভর করছে বাংলাদেশ দলের লড়াইয়ের ওপর।
ডাম্বুলার গ্যালারি নিচু হওয়ায় দুদিক থেকে হুহু করে বাতাস প্রবাহিত হয়। বিশেষ করে উত্তর-পশ্চিম দিকের বিশাল লেক ইবানকাটুয়া থেকে প্রবাহিত হাওয়ার প্রভাব স্টেডিয়ামের ২২ ও থাকবে। এ ভেন্যুতে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলে লঙ্কান ক্রিকেটাররা এ কন্ডিশনের সঙ্গে পরিচিত। স্বাগতিকদের মতো বাংলাদেশকেও এসব বিষয় মানিয়ে নিতে হবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্ডো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফ্রি ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্ডো।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।