
টেনিস তারকা ইগা শিয়নটেক
উইম্বলডনের মেয়েদের এককে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছেন পোলিশ টেনিস তারকা ইগা শিয়নটেক। শনিবার রাতে ফাইনালে মাত্র ৫৭ মিনিটে মার্কিন প্রতিপক্ষ অ্যামান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে গ্র্যান্ড স্ল্যামের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে নতুন রানি বনে যান ২৪ বছর বয়সী এ টেনিস সেনসেশন।
‘ডাবল বাগেল’—একটি ফাইনালে প্রতিপক্ষকে একটিও গেম না জিততে দেয়া—এমন দাপুটে জয় শেষবার উইম্বলডনে দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর সে বিরল দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালেন শিয়নটেক। চারটি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেনের সঙ্গে ষষ্ঠ গ্র্যান্ড স্লাম হিসেবে শিয়াটেকের নামের পাশে যুক্ত হলো উইম্বলডন।
বিজয়ের তরতাজা অনুভূতি শিয়াটেক প্রকাশ করলেন এভাবে, সবকিছু একেবারে অবাস্তব লাগছে। প্রথমে আমি আমান্ডাকে অভিনন্দন জানাতে চাই দারুণ দুটি সপ্তাহের জন্য। তুমি যা করেছো, তার জন্য গর্ব করা উচিত। আশা করি এখানে আরও ফাইনাল খেলবো আমরা।
এভাবে সাফল্য ধরা দেবে, স্বপ্নেও ভাবেননি ২৪ বছর বয়সী পোলিশ তারকা, এমনকি আমি স্বপ্নেও ভাবিনি, আমার জন্য এটা ছিল কল্পনাতীত। আগে স্লাম জিতে নিজেকে বেশ অভিজ্ঞ মনে হয়েছে কিন্তু এমন কিছু কখনও প্রত্যাশা করিনি। এই বছর আমি সত্যিই উপভোগ করেছি। মনে হচ্ছে এখানে ফর্মের উন্নতি হয়েছে।
অন্যদিকে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ফাইনালে উঠেছিলেন আমান্ডা আনিসিমোভাও। তিনি বাবা ও কোচকে ২০১৯ সালে হারিয়ে পুরোদমে ভেঙে পড়েছিলেন। থমকে গিয়েছিল তার আমান্ডা ক্যারিয়ারও। পরবর্তীতে আবার মানসিক অবসাদের কারণে ২০২৩ সালে টেনিস থেকে লম্বা বিরতি নেন। ওই ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে পিছিয়ে ৪০০ এর বাইরে চলে যান এ মার্কিন টেনিস খেলোয়াড়। পরে কোর্টে ফেরেন গত বছর, চলতি আসর শুরু করেন ১৩তম বাছাই হিসেবে।
জনপ্রিয় ও অন্যতম ফেভারিট আরিয়ানা সাবালেঙ্কাকে সেমিফাইনালে হারানো আমান্ডা ফাইনালে হেরে কেঁদেকেটে একাকার হয়েছেন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ২৩ বছর বয়সী মার্কিন তারকা বলেন, এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ। উড়তে পারবেন না—এমন সংস্কার ঝেঁটিয়ে বিদায় করার জন্যও ধন্যবাদ। আমি অবশ্য এসব কারণে আজ হারিনি! আমি জানি আজ বেশি কিছু করতে পারিনি। তবে পরিশ্রম করে যাব। আশা করছি কোনো একদিন আবারও ফিরতে পারব এখানে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।