
তুষার আহম্মেদ শাওন। ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নম্বর হল সংসদে সহ-সাধারণ সম্পাদক (AGS) পদে লড়ছেন নরসিংদীর বেলাবর কৃতি সন্তান তুষার আহম্মেদ শাওন।
তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী। শাওন বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসিন্দা।
আসন্ন জাকসু নির্বাচন ২০২৫ এ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের বিষয়ে তুষার আহম্মেদ শাওন জানান, সে নির্বাচিত হলে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবেন।
আরওপড়ুন<<>>ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট
তিনি আরও বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নরসিংদীর সন্তান হয়ে নির্বাচন করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠসর হয়ে তাদের স্বপ্নপূরণে কাজ করতে চাই এবং ক্যাম্পাস প্রাঙ্গণে অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাই।
উল্লেখ্য, তুষার আহম্মেদ শাওন জাবি নরসিংদীর জেলা ছাত্র কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয় ভোরের আলো যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের ও তার এলাকায় নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।