Apan Desh | আপন দেশ

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ৩১ আগস্ট ২০২৫

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

ছবি: আপন দেশ

স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে একদল বিক্ষোভকারী রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভকারীরা একপর্যায়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীর রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইন থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন। রমনা থানার পরিদর্শক আতিকুর রহমান জানান, পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ সদস্যরা অবস্থান করবেন।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানায়।  

আরওপড়ুন<<>>জাতীয় পার্টিকে নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ বিজয়নগর পানির ট্যাংক মোড়ে বিক্ষোভ মিছিল করে। এরপর সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে অফিস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে সাংবাদিক, পুলিশ সদস্য ও জাপার কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত দুইদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশের অফিস ও দোকানপাট বেশিরভাগই বন্ধ থাকলেও এদিন কর্মদিবসে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়