
হাসনাত আব্দুল্লাহ ও রুমিন ফারহানা
বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে উপহার পাঠিয়েছেন। উপহার পেয়ে হাসনাত বললেন ‘স্বাগত’।
শনিবার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু আমরা বিজয়নগরে এসেছি শুনে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজ নিয়েছেন। উপহারও পাঠিয়েছেন।
আরও পড়ুন>>>হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
হাসনাত আব্দুল্লাহ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে এটি একটি ভালো দিক। এ ধরনের ইতিবাচক বার্তা গ্রহণ করা উচিত।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তারা ২০২৪-এর পর বাংলাদেশে কোনো সহিংসতা চান না। ভিন্নমত গণতন্ত্রকে শক্তিশালী করে, আর সহিংসতা তার শত্রু। যদি কেউ আক্রমণ করে, তারা তার জবাব গণতান্ত্রিকভাবে দেবেন। কেউ যদি ভালো বার্তা পাঠায়, তবে তা অবশ্যই গ্রহণ করবেন।
রুমিন ফারহানার সহকারী জাকির হোসেন শুভ উপহার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের কর্মীরা এনসিপি নেতাদের খোঁজ নিয়েছেন। তাদের জন্য ছানামুখী পাঠানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।