Apan Desh | আপন দেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্য়বসায়ীকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১৭, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:১৮, ৩১ আগস্ট ২০২৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্য়বসায়ীকে জরিমানা

ছবি: আপন দেশ

নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ৬ দোকানিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৭০ বস্তা সার জব্দ করা হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জংগি শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদ রানা।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা প্রমূখ। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ রায়পুরা থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>রুমিন ফারহানা উপহার দিলেন, হাসনাত বললেন ‘স্বাগত’

ইউএনও মাসুদ রানা বলেন, খবর পাই জংগি শিবপুর বাজারে ডিলারের বাইরে কিছু খুচরা ব্যবসায়ী লাইসেন্স ছাড়া সার বিক্রি করে আসছে। পরে অভিযান চালিয়ে দেখতে পায় বেশ কিছু ব্যবসায়ী লাইসেন্সবিহীন সার বিক্রি করছে। এ সময় ৬ সার ও কীটনাশক দোকানিকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৭০ বস্তা সার জব্দ করে ৭৯ হাজার ৫০০ টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়।

সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নানা রকম অনিয়মের বিরুদ্ধে আজকে এ অভিযান পরিচালনা করেছি। যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এছাড়া ডিলারদের নির্ধারিত দামে কৃষকদের কাছে সার বিক্রি করার অনুরোধ করা হয়। আগামীতেও এ অভিযান চলমান থাকবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়