Apan Desh | আপন দেশ

এবার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে শান্তর পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ২৮ জুন ২০২৫

আপডেট: ১৪:৫৫, ২৮ জুন ২০২৫

এবার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে শান্তর পদত্যাগ

সদ্য পদত্যাগী নাজমুল হোসেন শান্ত

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন অনেক আগেই। গত ছাড়েন ওয়ানডে দলের অধিনায়কত্ব। শ্রীলঙ্কা সফরের শুরুতেই গুঞ্জন রটেছিল সাদা পোশাকের ক্রিকেটেও নেতার ভূমিকায় থাকতে চান না তিনি। কলম্বো টেস্ট শেষ হতেই ঘোষণাটা দিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন। খেলা শেষে সংবাদ সম্মেলনে টেস্ট দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত।

২০২৩ বিশ্বকাপের পর সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল এ ব্যাটারকে। তার এক বছর না পেরোতেই গত বছর নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। এরপর বোর্ড সভাপতির অনুরোধে তা ধরে রাখেন শান্ত। যদিও টি-টোয়েন্টির নেতৃত্বটা তখনই ছেড়ে দিয়েছিলেন বাঁহাতি এ ব্যাটার।

এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে শান্ত জানতে পারেন ওয়ানডের নেতৃত্বে আর রাখা হচ্ছে না তাকে। তার বদলে মেহেদী হাসান মিরাজকে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্বটা। এরপর থেকেই গুঞ্জন ছিল, শান্ত টেস্টের নেতৃত্বটাও নিজের কাছে রাখবেন না আর। শেষমেশ সে গুঞ্জনই বাস্তবে রূপ নিল।

আরও পড়ুন<<>>আরও একটি ইনিংস হার বাংলাদেশের

অধিনায়ক হিসেবে বেশ পারফর্ম করেছেন শান্ত। অন্তত টেস্ট আর ওয়ানডেতে তো বটেই। টেস্টে তার ক্যারিয়ার গড় যেখানে ৩২, সেখানে অধিনায়ক হিসেবে তার গড়টা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। পুরো ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি আর ৫ ফিফটি করেছেন তিনি। তার ৩টি সেঞ্চুরি আর ২টি অর্ধশতক এসেছে অধিনায়ক হওয়ার পর।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তার পারফর্ম্যান্স আরও ভালো। ক্যারিয়ার গড় প্রায় দেড় গুণ বেড়ে গিয়েছিল অধিনায়ক হিসেবে। তার গড় ৩৪, তবে অধিনায়ক হিসেবে তা ৫১। ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রানের ইনিংসটা অধিনায়ক থাকাকালেই এসেছে তার ব্যাটে। সঙ্গে তার স্ট্রাইক রেটেও উন্নতি হয়েছে এই সময়। 

টি-টোয়েন্টিতে অবশ্য অধিনায়ক হওয়ার পর ভালো পারফর্ম করতে পারেননি তিনি। ক্যারিয়ার গড় আর স্ট্রাইক রেট দুটোই কমেছে এ সময়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়