
আউট হয়ে হতাশ মুশফিকুর রহিম
শঙ্কার কালো মেঘ ঘনিভুত হয়েছিল তৃতীয় দিনেই। চতুর্থ দিন সকালে সেটি এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে রুপ নিল। আর তাতে বিধ্বস্ত বাংলাদেশ। তার মানে আরেকটি ইনিংস পরাজয়ের তেতো স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হারল সফরকারীরা।
শুক্রবার (২৭ জুন) ৬ উইকেটে ১১৫ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। শনিবার (২৮ জুন) প্রথম ঘণ্টাতেই অলআউট নাজমুল হোসেন শান্তর দল। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা লিটন দাসের ওপরই নির্ভর করছিলেন বাংলাদেশ। অথচ সবচেয়ে হতাশ করেছেন তিনিই। আর ১ রান যোগ করে আউট হয়ে গেছেন ১৪ করে।
আরও পড়ুন<<>>এবার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে শান্তর পদত্যাগ
৪০ তম ওভারে প্রবাথ জয়াসুরিয়ার বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে। ৪৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপর মুহূর্তেই যেন সব শেষ।
তাইজুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার তিনি পেলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনি ফেরান সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম হাসান ও তাইজুল ইসলামকে। লঙ্কান স্পিনাররাই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। ধনঞ্জয়া ডি সিলভা ২টি আর রত্নায়েকে নেন ২ উইকেট।
দুই ম্যাচের টেস্ট সিরিজেও ১–০ তে হারল বাংলাদেশ। গলে প্রথম টেস্ট ড্র করেছিল দুই দল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।