
ছবি : আপন দেশ
চট্টগ্রামের সন্ধীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে ককটেলসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আলাউদ্দিন বেদন সন্ধীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্ধীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন>>>‘মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাবে সরকার’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বেদন আত্মগোপনে চলে যান। পুলিশের ধারণা ছিল তিনি শ্বশুরবাড়ি এলাকায় লুকিয়ে ছিলেন। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালায়। জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা সন্দীপের আরও ১৫-২০ জন পালিয়ে যায়।
আলাউদ্দিন বেদন জোড়খালী গ্রামের নুরুল ইসলামের মেয়ের জামাই। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।
তিনি বলেন, বেদনকে ১০টি ককটেলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা নেয়া হচ্ছে। মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।