
নারীদের কোপা আমেরিকায় আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচর একটি মুহূর্ত
নারীদের কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে চলে গেছে কলম্বিয়া। টাইব্রেকারে কলম্বিয়ার কাছে ৫-৪ ব্যবধানে হেরে বিদায় নিল মেসির উত্তরসূরিরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ইকুয়েডরের কুইটোতে নির্থারিত সময়ের খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে ম্যাচের ফল নির্ধারণী টাইব্রেকারে অবতীর্ণ হয় দুই দল।
ম্যাচে দুর্দান্ত খেলা দেখিয়েছে কলম্বিয়ার মেয়েরাই। তাদের বলের দখল ছিল ৬১ শতাংশ। আপরদিকে, আর্জেন্টিনার মেয়েরা নিজেদের দখলে বল রাখতে পেরেছিল ৩৮ শতাংশ।
আরওপড়ুন<<>>জাদেজা-সুন্দরের সেঞ্চুরি, লজ্জার রেকর্ড থেকে বাঁচল ভারত
আক্রমণেও এগিয়ে ছিল গেল আসরের রানার্সআপ কলম্বিয়া। ১৯ শট নিয়েছে তারা, যার মধ্যে ৫টি অন-টার্গেট। অন্যদিকে আর্জেন্টিনার ১০ শটের মধ্যে অন-টার্গেট ছিল মাত্র ৩টি। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (৩০ জুলাই) ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে।
উল্লেখ্য, নারীদের কোপা আমেরিকায় সর্বোচ্চ ৮ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে কলম্বিয়াকে ১-০ গোলে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান মেয়েরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।