Apan Desh | আপন দেশ

ট্রাম্পের হুমকিতে রুশ তেল কেনা বন্ধ করল ভারত

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১০:৩০, ১ আগস্ট ২০২৫

ট্রাম্পের হুমকিতে রুশ তেল কেনা বন্ধ করল ভারত

সংগৃহীত ছবি

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই গত এক সপ্তাহ ধরে রুশ তেল কেনা বন্ধ রেখেছে দিল্লি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল শোধনাগারগুলো গত এক সপ্তাহ ধরে রাশিয়ার তেল কেনা বন্ধ রেখেছে। কারণ চলতি মাসে রাশিয়ার তেলের ছাড় কমেছে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো থেকে তেল কেনার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত সমুদ্রপথে পরিবাহিত রুশ অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা।

আরও পড়ুন>>>উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত, মানেনি রাজনৈতিক দলগুলো

দেশটির রাষ্ট্রায়ত্ত্ব চারটি প্রধান রিফাইনারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও ম্যানগালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড। প্রতিষ্ঠানগুলো গত এক সপ্তাহে রাশিয়া থেকে নতুন কোনো তেলের অর্ডার করেনি।

এ চারটি রিফাইনারি সাধারণত ‘ডেলিভারড বেসিস’-এ রাশিয়ার তে ল কেনে ও বর্তমানে তারা বিকল্প সরবরাহের জন্য স্পট মার্কেটের দিকে ঝুঁকছে। এর মধ্যে আবু ধাবির মুরবান গ্রেড ও পশ্চিম আফ্রিকার তেল রয়েছে।

প্রাইভেট খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও, রাষ্ট্রায়ত্ত রিফাইনারিগুলো ভারতের মোট ৫ দশমিক ২ মিলিয়ন ব্যারেল দৈনিক শোধন ক্ষমতার ৬০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে।

প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনবে, তাদের ওপর তিনি শতভাগ শুল্ক আরোপ করবেন। তবে যদি মস্কো ইউক্রেনের সঙ্গে বড় শান্তিচুক্তি স্বাক্ষর করে তাহলে নিষেধাজ্ঞা না দেয়ার বিবেচনা করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়