Apan Desh | আপন দেশ

রবীন্দ্র-উইলিয়ামসনের রেকর্ড সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৫১, ৫ মার্চ ২০২৫

রবীন্দ্র-উইলিয়ামসনের রেকর্ড সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানের পাহাড়

রাচিন রীন্দ্র- কেন উইলিয়ামসন

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন কিউই ব্যাটাররা।

ওপেনার রাচিন রবীন্দ্র ও অভিজ্ঞ তারকা কেইন উইলিয়ামসন ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়েছেন। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছেন ১৬৪ রানের রেকর্ডগড়া জুটি।

আর তাতেই তছনছ হয়ে গেছে রেকর্ডবুক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ প্রোটিয়াদের ৩৬৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। রেকর্ডগড়া এ সংগ্রহের পথে রাচিন ১০৮ এবং উইলিয়ামসন ১০২ রান করেছেন। এ ছাড়া ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ব্যাটে এসেছে সমান ৪৯ রান করে। সবমিলিয়ে একাধিক বিশ্বরেকর্ডসহ এক ইনিংসেই ডজনখানেক রেকর্ড গড়েছে কিউইরা।

বুধবার (০৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুওপেনার। তবে দলীয় ৪৮ রানে প্রথম উইকেটের পতন হয় কিউিইদের।

আরওপড়ুন<<>>বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন?

নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। ব্যক্তিগত ২১ রানে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ইয়ং।

তবে তৃতীয় উইকেট জটিতে উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১৬৪ রানের বিশাল জুটি গড়েন রাচিন রবীন্দ্র। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ১০৮ রানে রাবাদার বলে ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি। অপরদিকে, শতক তুলে নেন আরেক ব্যাটার কেন উইলিয়ামসনও। ১০২ রান করে উইয়ান মুল্ডারের বলে লুঙ্গির তালুবন্দি হন তিনি।

বাকি ব্যাটারদের মধ্যে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে আসে যথাক্রমে ৪৯ ও ১৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

প্রোটিয়াদের পক্ষে ৩টি উইকেট তুলে নিয়েছেন লুঙ্গি। এছাড়া ২টি উইকেট পান রাবাদা।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা