Apan Desh | আপন দেশ

অলিম্পিক এসোসিয়েশনের নতুন সভাপতি ওয়াকার-উজ-জামান 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ২৫ অক্টোবর ২০২৪

অলিম্পিক এসোসিয়েশনের নতুন সভাপতি ওয়াকার-উজ-জামান 

ফাইল ছবি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের অন্যতম শীর্ষ এ ক্রীড়া সংস্থার সভাপতির শূন্য পদের নির্বাচনে মনোনয়ন জমা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

শুক্রবার (২৫ অক্টোবর) একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচন কমিশন জেনারেল ওয়াকার-উজ-জামানকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি বাংলাদেশ ফেডারেশনের সভাপতিও।

সেনাপ্রধান হিসেবে অবসরের পর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অলিম্পিকের সভাপতি থেকে পদত্যাগ করেন। সে শূন্য পদে বিওএ নির্বাচনের উদ্যোগ নেয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়