Apan Desh | আপন দেশ

আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ১৪ মে ২০২৫

আপডেট: ১৫:৩৪, ১৪ মে ২০২৫

আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

ফাইল ছবি।

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে সরকার পদক্ষেপ নিতে শুরু করেছে।

এর প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে চিঠি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এ-সংক্রান্ত চিঠি দেয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরওপড়ুন<<>>‘ড্যান্স অফ দ্য হিলারি’ ভাইরাস থেকে বাঁচবেন যেভাবে

এর আগে সোমবার (১২ মে) আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

এ নির্দেশনার আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়