Apan Desh | আপন দেশ

‘মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রোববার-সোমবার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ২৬ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৫৬, ২৭ জুলাই ২০২৪

‘মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রোববার-সোমবার’

প্রতীকী ছবি

মোবাইল ইন্টারনেট আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে। জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।

শুক্রবার (২৬ জুলাই) সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তিনি আরও জানান, যেসব সঞ্চালন লাইন, ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে তাতে ইমপ্যাক্টটা কেমন পড়ছে। মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সে জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার-সোমবার মোবাইল ইন্টারনেট চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যেই ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়