Apan Desh | আপন দেশ

হজরত আলী (রা.)-এর বিচক্ষণতা

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৩০ এপ্রিল ২০২৫

হজরত আলী (রা.)-এর বিচক্ষণতা

ফাইল ছবি

দুজন ব্যক্তি একসঙ্গে খেতে বসল। একজনের কাছে পাঁচটি রুটি আর অন্যজনের কাছে তিনটি রুটি ছিল। খাবার শুরু করার পর তৃতীয় একজনও তাদের খাবারে এসে শরিক হল।

খাবার থেকে অবসর হয়ে তৃতীয় সাথী তার পকেট থেকে আট দিরহাম বের করে তার সামনে রাখল ও বলল, এটা আমার পক্ষ থেকে খাবারের মজুরি, গ্রহণ করুন। তাদের সামনে দিরহাম দেখে তাদের মুখে খুশির চিহ্ন ফুটে উঠল। যখন তারা বণ্টন করতে গেল, যার কাছে পাঁচটি রুটি ছিল সে বলল, পাঁচ দিরহাম আমার ও তিনটি তোমার। দ্বিতীয় ব্যক্তি বলল, এ আট দিরহাম আমাদের  মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। ন্যায়বিচারের দাবি হলো আপনি চারটি রাখুন ও চারটি দিন আমাকে। 
 
এ বিষয়ে উভয়ের মাঝে ঝগড়া হয়। বিষয়টি হজরত আলী (রা.)-এর দরবারে পেশ করা হয়। কারণ তারা কেউই তাদের অবস্থান ছাড়তে প্রস্তুত ছিল না। তাদের উভয়ের বক্তব্য শুনে তিনি তিন রুটির মালিককে বললেন, তোমার সঙ্গী তোমাকে যা দিচ্ছে তা সানন্দে গ্রহণ কর, তাতে তোমারই লাভ। তিনি বললেন, আমার ভাগে চার দিরহাম আসে, তাই আমার প্রাপ্য পাওয়া উচিত। আমি আপনার কাছে ন্যায়বিচার আশা করছি।
 
আলী (রা.) বলেন, তুমি যদি ন্যায়বিচার ও ন্যায্য সিদ্ধান্ত চাও তবে শোনো, তোমার আসল অধিকার মাত্র এক দিরহাম। একথা শুনে সে একটা বড় ধাক্কা খেল ও কাঁপতে কাঁপতে বলল, আমার অধিকার মাত্র এক দিরহাম, এটা কীভাবে হতে পারে?
 
তিনি বললেন, শোনো! মোট আটটি রুটি ছিল? সে বলল হ্যাঁ। তোমরা আহারকারী কি তিনজন ছিলে? সে বলল হ্যাঁ ঠিক। প্রতিটি রুটিকে তিন টুকরো করে বিভক্ত করলে মোট চব্বিশটি টুকরা হবে। একজনের ভাগে আটটি টুকরো আসবে। যার মালিকানায় পাঁচটি রুটি ছিল সে পনেরো টুকরোর মালিক, আর সে তার অংশ থেকে আট ভাগ খেয়ে ফেলল ও সাত ভাগ বাকী রয়ে যায়, যার মূল্য উসুল করার অধিকার রয়েছে তার। তোমার তিনটি রুটি সর্বমোট নয় টুকরা হলো, আর তুমি আট টুকরা খেয়ে ফেলেছ, শুধু একটি টুকরো অবশিষ্ট আছে যার জন্য তুমি মূল্য পাওয়ার অধিকারী। তাই এক দিরহাম নিয়ে যাও!
 
লোকটি ফয়সালার পুরা বিবরণ শুনে হতবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারল আমার আসল হক মাত্র এক দিরহাম। বাধ্য হয়ে এক দিরহাম নিয়েই চলে গেল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়