Apan Desh | আপন দেশ

পরিবর্তনের পক্ষে রায় দিন: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২১, ২৬ জানুয়ারি ২০২৬

পরিবর্তনের পক্ষে রায় দিন: সাইফুল হক

ছবি: আপন দেশ

ঢাকা–১২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, যানজট, জলাবদ্ধতা, নাগরিক সেবা সংকট ও দুর্নীতির শিকার। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের অধিকার ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। পরিবর্তনের পক্ষে রায় দিন, ধানের শীষের পক্ষে ভোট দিন। 

ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক এভাবেই নিজের জন্য ভোট চাইলেন। এসময় তিনি তার নির্বাচন পরিচালনার প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন। 

তিনি বলেন,কাগুজে প্রতিশ্রুতি নয়,  আমরা বাস্তব কাজ করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করবো। এ কার্যালয় হবে জনগণের সমস্যা শোনা ও সমাধানের কেন্দ্র। 

আরও পড়ুন<<>>শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়া নিজেকে গড়েছেন: দুদু

এ সময় আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, এ কার্যালয় নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সাইফুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশ নেন এবং এলাকাবাসীর কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

নেতাকর্মীদের মতে, ঢাকা–১২ আসনে একটি শক্তিশালী, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আসন্ন নির্বাচনে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একীভূতকরণ হচ্ছে বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু নিখোঁজ বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে: আমিনুল ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাকিস্তানে সতর্কতা জারি বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট