ছবি : আপন দেশ
বিএনপি নেতারা ফোন দিয়ে বলেন চরমোনাইর জন্য এখনো দরজা খোলা আছে। এমনই দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর লালবাগে হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে ঢাকা-৭ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামকে বিজয়ী করতে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়, গত ৫৫ বছরে তা প্রমাণিত হয়েছে।
তিনি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন <<>> চট্টগ্রামে তারেক রহমান, সমাবেশ কাল
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের সঙ্গে থেকে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিল। তবে আসন সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে জোট ছাড়ার ঘোষণা দেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় বৈধ প্রার্থী থাকা সাপেক্ষে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়া হয়।
পরবর্তীতে নির্বাচন কমিশনের বাছাইপর্ব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কিছু আসনে প্রার্থী প্রত্যাহারের পর ২১ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
অন্যদিকে ইসলামী আন্দোলনকে ছাড়াই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জোটের বাকি ১০ দল।
শনিবার (২৪ জানুয়ারি) মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে এ জোটে যোগ দেয়। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ লাভ করে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































