বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ঐতিহ্য ও রাজনৈতিক রেওয়াজ অনুযায়ী সিলেট থেকে প্রচারণা শুরু করেছেন বিএনপি। সেখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এবার তার লক্ষ্য চট্টগ্রাম।
দীর্ঘ দুই দশক পর শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বন্দরনগরীতে বিএনপির কর্মীদের ব্যাপক প্রস্তুতি চলছে। রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। স্থানীয় নেতাদের দাবি, জনসমুদ্রে রূপ নেবে এ সমাবেশ।
২০০৫ সালে চার দলীয় জোট সরকারের সময় শেষবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান থাকলেও সে সময় তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি।
আরও পড়ুন<<>>‘তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা’
নেতাকর্মীদের তথ্যমতে, পলোগ্রাউন্ড মাঠে জনসভার প্রস্তুতি চলছে। মাঠের দক্ষিণ প্রান্তে ১০০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ তৈরি করা হচ্ছে। নেতাকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ঢেকে দেয়া হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো।
প্রস্তুতি তদারকিতে থাকা নেতারা বলছেন, নেতাকে বরণ করতে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। এবার মুক্ত পরিবেশে সে সুযোগ মিলেছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা বলেন, চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। আমরা সেদিকেই এগোচ্ছি। সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধার মধ্যেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র করে এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে আমরা ধারণা করছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































