Apan Desh | আপন দেশ

সোমবার মঞ্জুরুল আহসানের আপিল শুনানি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:০৬, ২৩ জানুয়ারি ২০২৬

সোমবার মঞ্জুরুল আহসানের আপিল শুনানি

ছবি : আপন দেশ

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছিলেন হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে এবার আপিল আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। এ বিষয়ে শুনানির জন্য সোমবার (২৬ জানুয়ারি) দিন ঠিক করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

ইসি’র আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই দিনের শুনানি শেষে চেম্বার জজ আদালত পরবর্তী তারিখ ঠিক করেন।

আরও পড়ুন <<>> সমাবেশে অস্ত্রসহ ২ জন আটক, জামায়াতের উদ্বেগ

হাইকোর্ট বুধবার (২১ জানুয়ারি) মঞ্জুরুল আহসান মুন্সীর রিট আবেদন খারিজ করেন। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সেদিন আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

এ মামলায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে ১৭ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে ইসি হাসনাত আবদুল্লাহর আপিল গ্রহণ করে। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয়। সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়