Apan Desh | আপন দেশ

ফের নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:১৯, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৮, ১৯ জানুয়ারি ২০২৬

ফের নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান

ছবি : আপন দেশ

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার পর ছাত্রদলের নেতাকর্মীরা আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সে জমায়েত।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ বিভিন্ন থানা পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা নির্বাচন ভবনের সামনের সড়কে বসে পড়েন।

দাবি আদায় না হলে সারারাত ইসি ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ইসি কর্মকর্তারা গতকাল যে আশ্বাস দিয়েছেন, তা যদি বাস্তবায়ন না করে তাহলে সারারাত কমিশন ভবনের সামনে অবস্থান নেবে ছাত্রদল। দাবি আদায় না হলে কমিশনের মূল গেটও অবরুদ্ধ হতে পারে।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

আরও পড়ুন<<>>‘ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে’

বৈঠক শেষে নেতা–কর্মীদের উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সে বক্তব্য শুনেছে। বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় সোমবার বেলা ১১টায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এরপর যদি আর কোনো ষড়যন্ত্র করা হয়, মব তৈরি করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মব সৃষ্টি করেছে। তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মব তৈরি করা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা এগুলো বিবেচনা করবে, এমনটাই আশা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়