মাহমুদুর রহমান মান্না
রাজনৈতিক দল নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি।
কিছুক্ষণ আগে তাকে পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মান্নার দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।
তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মাহমুদুর রহমান মান্না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিস্তারিত আসছে
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































