ছবি : আপন দেশ
নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এটা সরকারের ব্যর্থতাই বলব। তারা এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সে অর্থে উন্নত হয়েছে বলেও আমরা মনে করি না।’
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে। আমরা জনগণের কাছে যাচ্ছি।’
ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘একটা দেশের সঙ্গে আরেকটা দেশের পারস্পরিক সম্মান রেখে সব রকম দাবি আদায়ের চেষ্টা করা হবে। আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করলে, তাদেরও বিরূপ আচরণ কমবে।’
তিনি বলেন, ‘ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক স্পস্ট জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আমরা একমত পোষণ করি। একইসঙ্গে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যমে সমাধান করা উচিত।’
আরও পড়ুন : ভাইসহ মেহজাবীন মামলা থেকে অব্যাহতি পেলেন যেভাবে
মির্জা ফখরুল বলেন, ‘এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে, তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































