ছবি : আপন দেশ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের একাডেমি উন্নতির জন্য আজীবন কাজ করে গেছেন। জাতীয়তাবাদী প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। প্রকৌশলীদের স্বপ্নের, আশার এবং উন্নয়নের বাতিঘর ছিলেন খালেদা জিয়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি’র কৃষিকৌশল বিভাগের উদ্যোগে আইইবির আজীবন সদস্য বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে আইইবির নেতৃবৃন্দ স্মৃতি চারণ করে এসব কথা বলেন।
কৃষিকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী সজীবের সঞ্চালনায় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন।
আরও পড়ুন<<>>খালেদা জিয়ার জানাজা জনসমুদ্রে পরিণত
এছাড়াও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তামাল), ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, কৃষিকৌশল বিভাগ আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং সদস্য প্রকৌশলী আবুল খায়ের মো. মাযহারুল ইসলাম কনকসহ আইইবি ও কৃষিকৌশল বিভাগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































