Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার জানাজা জনসমুদ্রে পরিণত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৩২, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৪, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা জনসমুদ্রে পরিণত

ছবি : আপন দেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এরইমধ্যে লাখো মানুষ জড়ো হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে  রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। দাফনের আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হবে।  

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় 

ইতোমধ্যে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশান এলাকা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে নেয়া হচ্ছে। তাকে বহন করা হচ্ছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে।

এর আগে, সকাল ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানের বাসভবনে নেয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৩ নভেম্বর থেকে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পালিত হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়