ছবি : আপন দেশ
বিমানবন্দর থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাদের বহনকারী গাড়িবহরটি ১২টা ২৮ মিনিটের দিকে বিমানবন্দর ত্যাগ করে। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন।
এর আগে বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
এদিকে দেশে ফিরে বিমানবন্দরে বসে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন তারেক রহমান। এসময় প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদ জানান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন তারেক রহমান। ক্যাপশন লিখেছেন ‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন।’
আরও পড়ুন : ঢাকা এসে প্রধান উপদেষ্টাকে তারেকের ফোন, কথা হলো যেসব বিষয়ে
ভিডিওতে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলতে শোনা যায়, আপনার শরীর কেমন আছে?...হ্যাঁ দোয়া করবেন।’
এরপর তিনি বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই... নিশ্চয়ই।’
শেষে সালাম দিয়ে ফোন রাখেন তারেক রহমান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































