সংগৃহীত ছবি
বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। নতুন দলে যোগ দিয়ে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী কোনো দেশদ্রোহী দল নয়; বরং এটি একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল।
শনিবার (ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আখতারুজ্জামান। এ সময় তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এক সময় জামায়াতের কড়া সমালোচক হিসেবে পরিচিত এ মুক্তিযোদ্ধা যোগদানের পেছনের কারণও তুলে ধরেন।
আখতারুজ্জামান বলেন, বিএনপির বক্তব্যের কোনো ধারাবাহিকতা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়।
আরও পড়ুন>>>ঢাকা-চট্টগ্রামের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা চলছে: তারেক রহমান
তিনি বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধকে স্বীকার করে ও দলের গঠনতন্ত্রেও তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
বিএনপির নীতিনির্ধারকদের সমালোচনা করে আখতারুজ্জামান বলেন, ১৯৯১ সালে তিনি দলীয় নেতৃত্বকে জামায়াতের সঙ্গে জোট না করার অনুরোধ জানিয়েছিলেন, তবে সে সময় তার কথা শোনা হয়নি। পরে বিএনপি বিভিন্ন সময়ে রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সঙ্গে জোট করেছে।
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপির মতোই জামায়াতের নেতাকর্মীরা মামলা, নির্যাতন ও নিপীড়নের মুখে পড়েছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন থাকলেও ৫ আগস্টের পর বিভক্তির রাজনীতি শুরু করেছে বিএনপি। তার মতে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক বিতর্ক অপ্রয়োজনীয়।
আখতারুজ্জামান বলেন, আমি নিজে মুক্তিযোদ্ধা। কিন্তু আমরা একাত্তরে যুদ্ধ করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে। এখন জামায়াতকে নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে কার স্বার্থ রক্ষা করা হচ্ছে, সেটাই আমার প্রশ্ন।
উল্লেখ্য, আখতারুজ্জামান ১৯৭১ সালে তিন নম্বর সেক্টরের অধীনে সেক্টর কমান্ডার মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































