Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্টগ্রামের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা চলছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৪১, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা-চট্টগ্রামের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা চলছে: তারেক রহমান

তারেক রহমান।

ঢাকা ও চট্টগ্রামে প্রার্থীর ওপর হামলার ঘটনায় কোনো মহল ফায়দা লোটার চেষ্টা করছে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে তারেক রহমান বলেন, ওসমান হাদির ওপর এ ঘটনা ঘটিয়েছে একটি মহল। কিছুদিন আগে চট্টগ্রামেও আমাদের এক কর্মীর ওপর হামলা হয়েছিল। এসব ঘটনার মাধ্যমে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে বলেন, অতীতে বিএনপির পক্ষ থেকে যে চক্রান্তের কথা বলা হয়েছিল, পরিস্থিতি সেদিকেই এগিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন>>>জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলেন তারেক রহমান

তিনি বলেন, গত ১৫ বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে। অবস্থার পরিবর্তন করা বিএনপির পক্ষেই সম্ভব। দুর্নীতির তকমা থেকে দেশকে বের করে নিয়ে এসেছিল বিএনপিই।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, রাজনীতির অভিজ্ঞতা কম বা বেশি বলে কথা নয়, নির্বাচন কঠিন হবে। গতকালের ঘটনা, চট্টগ্রামের ঘটনা প্রমাণ করে অতীতে যে চক্রান্তের কথা বলেছি, সেদিকেই এগিয়ে যাচ্ছে সবকিছু।

তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, আমরা ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।

ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করার উপায় বাতলে তারেক রহমান বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মানুষকে সাহসী করতে হবে, তাদের ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচন আয়োজন করতে হবে–এ দাবিতে সবাই মিলে এগিয়ে এলে ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যাবে।
 
নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, আমাদের মানুষের কাছে যেতে হবে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনারা মানুষের সঙ্গে মেশেন, তাদের সঙ্গে কথা বলেন। আমাদের বসে থাকলে চলবে না।

তিনি আরও বলেন, আমাদের এখন বড় দায়িত্ব হলো বিএনপির প্রতিটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেয়া। বিএনপির একজন নেতা হিসেবে, একজন কর্মী হিসেবে আমাদের পরিকল্পনাগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। শুধু জনগণের দোরগোড়ায় নিলে হবে না, এ কাজের বাস্তবায়ন ঘটাতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়