Apan Desh | আপন দেশ

এনসিপির মনোনয়নপত্র নিলেন স্যালুট দেয়া সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ২০ নভেম্বর ২০২৫

এনসিপির মনোনয়নপত্র নিলেন স্যালুট দেয়া সেই রিকশাচালক

ছবি: আপন দেশ

২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের স্যালুট দেয়া রিকশাচালক সুজন ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিস থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলনের সময় আমি স্যালুট দিয়েছিলাম। সে কারণে আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা-৮ আসন। 

আরও পড়ুন<<>>তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নির্বাচনকে গ্রহণযোগ্য করবে: আমির খসরু

তিনি বলেন, বিগত ৫২ বছর শ্রমজীবীরা সরকার থেকে কিছু পায়নি। তারা সব থেকে বঞ্চিত হয়েছে। বিগত ১৭ বছর যে ফ্যাসিবাদ হয়েছে, তাদের বিরুদ্ধে যে কথা বললেই গুম-খুন করা হয়েছে। এখন আমি সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছি, বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আমরা কারও কথা পরোয়া করি না।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কোনো কর্মী নেই। আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, ছাত্ররা আছে, প্রবাসীরা আছে। আমি দাঁড়াতে চানি সংসদে। কিন্তু আমার খারাপ লেগেছে, একজন যদি এতিমের টাকা মেরে সংসদে দাঁড়াতে পারে, রিকশাওয়ালা কি দোষ করেছে? আমি জনগণের পক্ষে। রিকশাওয়ালা, শ্রমিকদের পক্ষে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় থাকতে পারেন খালেদা পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না: তারেক রহমান শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সম্মিলিত নিরাপত্তা প্রচেষ্টার আহবান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮ কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন আজ ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর শততম টেস্টে মুশফিকের ইতিহাস নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই