ছবি: আপন দেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।
শুক্রবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে দলটির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি মিছিল নিয়ে জিয়া উদ্যানে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আরও পড়ুন<<>>‘দেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ রুখতে পারবে না’
শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, অতীতে বাংলাদেশের জাতীয় নায়ক, রাষ্ট্রনায়কদের দলীয়করণের চেষ্টা করা হয়েছে। আমরা জাতীয় নায়কদের দলীয়করণের বিপক্ষে। আমরা বিশ্বাস করি, তারা সবার, প্রত্যেকটি দলের, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। সেই জায়গা থেকে জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।
তিনি আরও বলেন, আমরা যে নতুন রাজনীতির কথা বলছি- ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা বাংলাদেশের সব রাষ্ট্রনায়ককে শ্রদ্ধা জানাবো। বিশেষ করে যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং দিনশেষে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের আমরা শ্রদ্ধাভরে স্বরণ করবো।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































