Apan Desh | আপন দেশ

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় সাংবাদিক-শিল্পীদের কেউ নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:২৪, ৩ নভেম্বর ২০২৫

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় সাংবাদিক-শিল্পীদের কেউ নেই

ফাইল ছবি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ হবে, এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোও হয়েছে নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যারা এগিয়ে আছেন, তারাই আলোচনায় আছেন।

আরও পড়ুন<<>> বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেলেন যারা

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সাংবাদিক এবং বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাদের নামও শোনা গিয়েছিল এতোদিন ধরে। গণসংযোগও করেছেন তারা। তবে সোমবার (০৩ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। এতে কোথায় নেই কোনো সাংবাদিক ও তারকার নাম।

এর আগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় অভিনয় অঙ্গনের মানুষের চেয়ে সংগীতাঙ্গনের মানুষের নামই বেশি উচ্চারিত হয়েছে। যাদের নিয়ে বেশ আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম আমিরুল ইসলাম কাগজী, আনোয়ার আলদ্বীন, কাদের গণি চৌধুরী, এম এ আজিজ ও সাঈদ খানের নাম। অন্যদিকে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও ছিল আলোচনায়।

এছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন। কিন্তু মনোনয়ন তালিকায় কোথাও তাদের কারো নাম পাওয়া যায়নি।

আরও পড়ুন<<>> খালেদা জিয়াসহ ৯জন নারী বিএনপি মনোনীত হলেন

এর আগে ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। এবার এ সংগীতশিল্পীর এলাকা থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ আব্দুল গফুর সরকার।

২০১৮ সালে সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন কনকচাঁপা কিন্তু এবার সিরাজগঞ্জ–১ আসন থেকে এখনো কাউকে মনোনয়ন দেয়া হয়নি। মনির খানের ঝিনাইদহ–৩ আসন থেকে মোহাম্মদ মেহেদী হাসান মনোনয়ন পান।

সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী প্রথমবারের মতো মনোনয়ন প্রত্যাশী ছিলেন খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনে, একই আসনে আলোচনা ছিল আনোয়ার আলদ্বীনের নাম, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসেন মনোনয়ন আশা করছিলেন সাংবাদিক কাদের গণি চৌধুরী, এম, এ আজিজ আশা করছিলেন পাবনা-১ (সাথিয়া-ভেড়ামারা) আসনে, আর সাঈদ খান গণসংযোগ করেছিলেন পিরোজপুর--১ আসনে। 

প্রসঙ্গত, তবে কেউ কেউ মনে করছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে নির্বাচনী হিসাব–নিকাশ এদিক-সেদিক হতেও পারে। তাই এখনও সিদ্ধান্ত না নেয়া ৬৩ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম দেয়া হয়নি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়