Apan Desh | আপন দেশ

কেআইবি’র আবদুর রব খানের দুর্নীতির বিচার দাবি এ্যাবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:১০, ২৮ অক্টোবর ২০২৫

কেআইবি’র আবদুর রব খানের দুর্নীতির বিচার দাবি এ্যাবের

ছবি : আপন দেশ

কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে (কেআইবি) অবিলম্বে একজন নিরপেক্ষ ও জ্যেষ্ঠ কৃষিবিদকে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বর্তমান প্রশাসক আবদুর রব খানের নিয়োগ বাতিল ও অনিয়মের বিচার দাবি করেছে তারা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় এ্যাব নেতারা বলেন, কেআইবিতে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতি তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন, দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণা এবং কৃষিবিদদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সংগঠনটির সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব অভিযোগ করেন, প্রশাসকের উন্নয়নকাজ, নিয়োগ বা চাকরিচ্যুতি করার কোনো এখতিয়ার নেই। তবুও তিনি নিজের পছন্দের লোক নিয়োগ দিয়েছেন এবং কোটেশন ছাড়া ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাৎ করেছেন। উদাহরণস্বরূপ, এসি মেরামতে ৯৩ হাজার টাকার কাজের বিল দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার, ছাদ মেরামতে ১০ লাখ টাকার কাজ ১৫ লাখে, সিসি ক্যামেরা স্থাপনে ২ লাখ টাকার কাজ ৫ লাখ টাকায় দেখানো হয়েছে। তিনি মাসে ১ লাখ ৭৫ হাজার টাকা বেতন, ১ লাখ টাকার তেল খরচ, ঈদ বোনাস ও নববর্ষ ভাতা নিয়েছেন এবং নিজের পছন্দমতো অডিটর নিয়োগ দিয়ে ৮ লাখ টাকা ব্যয় করেছেন।

আরও পড়ুন<<>>ডেঙ্গুজ্বরে আরও চারজনের মৃত্যু 

তিনি আরও বলেন, মেয়াদ তিন দফা বাড়িয়েও তিনি নির্বাচন আয়োজনের উদ্যোগ নেননি। বরং গঠনতন্ত্র পরিপন্থি নির্বাচন কমিশন গঠন করেছেন, যার সদস্যরা একটি রাজনৈতিক সংগঠনের অনুসারী। এ কারণে কৃষিবিদ সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিখিত অভিযোগের মাধ্যমে তার অপসারণ দাবি করেন।

এ্যাব নেতারা জানান, তারা সমাজসেবা অধিদফরের মহাপরিচালক সাইদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে আগামী তিন দিনের মধ্যে জ্যেষ্ঠ কৃষিবিদদের সমন্বয়ে নতুন প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে এবং ততদিন বর্তমান প্রশাসকের মেয়াদ আর বাড়ানো হবে না।  

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কেআইবি হলো কৃষিবিদদের অর্থে গড়া প্রতিষ্ঠান। এটির স্বচ্ছতা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা সবার দায়িত্ব। তাই আবদুর রব খানকে বৈধ নির্দেশ না পাওয়া পর্যন্ত অফিসে না আসার অনুরোধ জানানো হয়। কিন্তু এরপরই কৃষিবিদদের বিরুদ্ধে ভাঙচুর ও অরাজকতার মিথ্যা মামলা করা হয়, যাতে আমরা বিস্মিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠান আমরা অতীতে রক্ষা করেছি, এখনো আমরাই রক্ষা করবো। আমরা কেন ভাঙতে যাবো?
 
সাংবাদিক প্রশ্নের জবাবে এ্যাব নেতারা বলেন, কেআইবিকে অস্থিতিশীল করতে ধর্মভিত্তিক এক রাজনৈতিক শক্তির ইন্দন রয়েছে। 

সংবাদ সম্মেলনে যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন চঞ্চল, সদস্য (দফতরের দায়িত্বে)  অধ্যাপক জমশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়