Apan Desh | আপন দেশ

‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:২৯, ১৭ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কার কিছু নেই’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে তখন তা নিয়ে কারো ‘শঙ্কার কিছু নেই’। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ডা. জাহিদ বলেন, দেশের বলেন, মুগ্ধ বলেন গত ১৫ বছর যাবৎ নিরন্তর আন্দোলন করেছে, গুম বলেন, শহীদ বলেন…৩৬ জুলাই যদি আমরা চিন্তা করি এটি হচ্ছে ১৫ বছরে ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায়…। এখানে ছাত্র-জনতার মিলিত গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করেছে। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিকে…জুলাই সনদে কি আছে, জুলাই সনদে কারা যাচ্ছে, কারা যাচ্ছে না এবং জুলাই সদন কিভাবে বাস্তবায়িত হবে।

তিনি বলেন, সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার কারণ আছে যে, এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এখন তো জাতীয় সংসদ নেই তারপরেও কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অর্ডার জারি হচ্ছে যেগুলো আগামী সংসদে রেটিফিকেশনের প্রয়োজন আছে।

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার সিদ্ধান্তের বিষয়ে ডা. জাহিদ বলেন, আমরা লক্ষ্য করেছি দীর্ঘ প্রায় ৮ মাস যাবৎ জাতীয় ঐক্যমত্য কমিশন তারা তাদের বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিভিন্ন এক্সারসাইজ করেছেন। মতামত গ্রহণ করেছেন এবং আজকে চূড়ান্ত পর্যায়ে বিকালে প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে সেখানে সকল রাজনৈতিক দল এবং পেশাজীবীসহ বিভিন্ন শ্রেনি, বিভিন্ন দেশি-বিদেশি ব্যক্তিবর্গ সেখানে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, আমরা পত্রিকায়, ফেইসবুকে দেখলাম যে, একটি দল (এনসিপি) অংশ গ্রহণ করবে না। উনারা ওটাও বলেছেন, পরবর্তীকালে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবেন। যদি উনারা মনে করেন, সনদে স্বাক্ষর করবেন তাহলে স্বাক্ষর করবেন। উনারা একদম আসছে না ঘটনাটা তা না। উনাদের মধ্যে কোনো জিনিস চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে বনছে না। রাজনৈতিক দল হিসেবে উনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।

ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) নতুন আহবায়ক কমিটির আহবায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতাদের নিয়ে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন প্রফেসর জাহিদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়