Apan Desh | আপন দেশ

পাঁচ উপদেষ্টা এক দলের পক্ষে কাজ করছে: তাহের

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:১৭, ১৪ অক্টোবর ২০২৫

পাঁচ উপদেষ্টা এক দলের পক্ষে কাজ করছে: তাহের

ছবি: আপন দেশ

অন্তর্বর্তী সরকারের চার-পাঁচজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। এ উপদেষ্টারা সরকারের নিয়োগ নিয়ন্ত্রণ করে অন্তর্বর্তী সরকারটিকে দলীয় সরকারে পরিণত করেছেন। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্যভবন মোড়ে পাঁচ দফা দাবিতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি দলের লোকদের বসিয়ে যে নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র চলছে। তাতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। তিনি অবিলম্বে ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের সরানোর দাবি জানান। অন্যথায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন>>>‘এক ক্লিকেই কারাগারে যাবে জামিননামা’

ডা. তাহের বলেন, আগামী নির্বাচনের জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে আমরা নিরপেক্ষ লোক নিয়োগ দিতে সরকারকে অনুরোধ জানিয়েছিলাম। সরকার আমাদেরকে আশ্বাস দিলেও পরে এমন লোককে নিয়োগ দেয়া হয়েছে, যার অতীত ইতিহাস লম্বা ও একটি দলের অনুগত।

তিনি সরকারকে দৃষ্ট আকর্ষণ করে বলেন, প্রশাসনে যে ষড়যন্ত্র চলছে তা বন্ধ করুন। নিরপেক্ষ লোকদের পদায়ন করুন। না হলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা তাদের সব রেকর্ডসহ মুখোশ উন্মোচন করে দেবো।

বর্তমান সরকার জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করছে দাবি করে বলেন, অতীতে জনগণের সঙ্গে বেইমানি করে যারা বিতাড়িত হয়েছে, আপনাদের অবস্থা তার চেয়ে ভয়াবহ হবে।

ডা. তাহের ষযযন্ত্রকারী উপদেষ্টাদের সরানোর পাশাপাশি নভেম্বরে গণভোট প্রদান, পিআর পদ্ধতি বাস্তবায়ন, খুনিদের দৃশ্যমান ন্যায়বিচারসহ জামায়াতের সব দাবি মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় আন্দোলন সবে মাত্র শুরু হয়েছে ও দাবি আদায়ে পর্যায়ক্রমে যা যা করা দরকার তা করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়