Apan Desh | আপন দেশ

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহত ৯

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:১৫, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:২৫, ১৪ অক্টোবর ২০২৫

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহত ৯

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে এক প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ‘কসমিক ফার্মা’ নামে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন>>>ফের গাজায় হামলার ঘোষণা ইসরায়েলের, ৫ ফিলিস্তিনিকে হত্যা

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিটসহ মোট আট ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছিল। পরে আরও ইউনিট যোগ করা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও  ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দুজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)। সুরুজ ২ শতাংশ দগ্ধ হয়েছেন ও মামুনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়