
ছবি: আপন দেশ
এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়। পরে হাইকোর্টের ফটকে শিক্ষদের আটকে দিয়েছে পুলিশ।
বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমাদের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। আর পেছনে ফেরার সুযোগ নেই। সরকারকে আমাদের দাবি মানতেই হবে। এখন আর অস্বীকারের কোনো সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখব।
আরও পড়ুন>>>বিকেল চারটায় এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’
তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আহবান আসছে আমাদের দাবি মেনে নেয়ার। এখন সরকারের আর কোনো কারণ নেই বিলম্ব করার। আলোচনা চাইলে করতে পারেন। কিন্তু চুপ থাকা বা সময়ক্ষেপণ আর চলবে না।
দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা সরকারকে বলেছিলাম, আলোচনা করুন, সিদ্ধান্ত জানান। প্রজ্ঞাপন জারি হতে যদি একদিন দেরি হয়, তাতেও সমস্যা নেই। কিন্তু আমাদের অন্ধকারে রাখা যাবে না। পরিষ্কারভাবে জানাতে হবে, সরকার আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, যখন আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলাম, তখন সরকারি পক্ষ থেকে বলা হয়েছিল অর্থ উপদেষ্টা ও সচিব বিদেশে, তারা ফিরলে আলোচনা হবে। কিন্তু আজ শুনছি, তাদের অনুপস্থিতিতেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায় যদি উপদেষ্টা-সচিব ছাড়া বৈঠক করতে পারেন, তাহলে হাজার হাজার শিক্ষককে তিন দিন রাস্তায় কষ্ট পেতে হলো কেন?
তারপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা যেন সেই প্রবাদ ঠেলার নাম বাবাজি! শিক্ষক সমাজকে বারবার ঠেলে দেওয়া হচ্ছে, অথচ আমাদের দাবিগুলো একটিও অযৌক্তিক নয়।
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগে দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ সময়সূচি ঘোষণা করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।