Apan Desh | আপন দেশ

ভয়ঙ্কর অভিযোগে দুদক কর্মকর্তা মামুন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:১৩, ৭ অক্টোবর ২০২৫

ভয়ঙ্কর অভিযোগে দুদক কর্মকর্তা মামুন বরখাস্ত

আব্দুল্লাহ আল মামুন

ভয়ংকর অভিযোগে দুদকের আরো এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত।
বরখাস্ত হওয়া এ কর্মকর্তা হচ্ছেন- দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

গত রোববার (০৫ অক্টোবর) তাকে সাময়িক বরখাস্ত-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রজ্ঞাপন মতে, উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একটি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে।

ওই চক্রটি মনগড়া নথি তৈরি, কমিশন সভায় পেশের জন্য ভুয়া নোটশিট তৈরি, টার্গেটকৃত উচ্চ-মধ্যবিত্ত ও ধনী ব্যক্তির কাছে পাঠানোর মত ভয়াবহ অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল।

গত এক বছরে শতাধিক মানুষকে ব্ল্যাকমেইল করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

আরো পড়ুন <<>>রূপায়ন হাউজিং কেলেঙ্কারিতে ফাঁসলেন দুদক কর্মকর্তা পলাশ

অভিযোগ রয়েছে, ধানমন্ডির এক হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে লন্ডনে আত্মীয়ের কাছে টাকা পাচার এবং লন্ডনের ফিন্সবারি এলাকায় আত্মীয়ের নামে বাড়ি ক্রয়, তার ও তার পরিবারের নামে বসুন্ধরায় দুটি প্লট ক্রয়, পূর্বাচল আবাসিক এলাকায় জমির মালিককে দুর্নীতি দমন কমিশনের মামলার ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে আত্মীয়ের নামে ১০ কাঠার প্লট ক্রয়, জমি রেজিস্ট্রিকরণ, রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ, তার নামে কমিশনে দায়েরকৃত অভিযোগ দুদকের ‘প্রাপ্তি শাখা’ থেকে গায়েব করা এবং অভিযোগ দায়েরকারী ব্যবসায়ীকে মামলায় ফাঁসানোর চেষ্টা করা ও ২০ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর দুদকের ‘অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির সভায় এসব অভিযোগসমুহ উপস্থাপন করা হয়। সভায় অভিযোগগুলো আমলে নিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা-২০০৬ মোতাবেক কমিশন কর্তৃক তাকে দুদকের চাকরি থেকে সাময়িক বরখাস্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। তাকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরিবিধি মালা-২০০৮ এর ৪৩ (১) বিধি অনুযায়ী চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়