Apan Desh | আপন দেশ

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:২৮, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৩৪, ৭ অক্টোবর ২০২৫

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছবি: আপন দেশ

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি মোট ২৭ জন সদস্যে গঠিত হয়েছে।

এ কমিটিতে সভাপতি হয়েছেন, জাহাঙ্গীর শিকদার, জিয়া শিশু কিশোর মেলা। সিনিয়র সহ-সভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল, পারফেক্ট পাবলিকেশন্স। সহ-সভাপতি মো. মনিরুল হক, অনন্যা। সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, হাসি প্রকাশনী। সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি, ইতি প্রকাশন।  যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, বর্ণমালা প্রকাশনী।  যুগ্ম সাধারণ সম্পাদক হা. ন.ম শরীফুল হক শাহ্জী, শাহ্জী প্রকাশনী। যুগ্ম সাধারণ সম্পাদক মো.আমিনুর রহমান, প্রান্ত প্রকাশন। সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কালিকলম প্রকাশনা। সহ সাধারণ সম্পাদক মো. উমর ফারুক, ভাষাতরী প্রকাশন। 

আরও পড়ুন>>>‘নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে’

সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম হৃদয়, বাবুই প্রকাশনী।  সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কলি, কলি প্রকাশনী। দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম, তৃণলতা প্রকাশ।  সহ-দফতর সম্পাদক মো. মহসিন রুবেল, মেরিট ফেয়ার প্রকাশন।

অর্থ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন, বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। সেমিনার সম্পাদক সাজেদা আলী হেলেন, নব আলো পাবলিকেশন্স। সহ-সেমিনার সম্পাদক এনাম রেজা, চমন প্রকাশ। প্রচার ও প্রকাশনা  সম্পাদক সাইফুল্লাহ বিন কাসেম, নূর-কাসেম পাবলিশার্স। সহ- প্রচার ও প্রকাশনা  সম্পাদক সুশোভন ইফতেখার শাওন, ধ্রুপদ সাহিত্যাঙ্গন। পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, দি রয়েল পাবলিশার্স।

সাংস্কৃতি সম্পাদক মো. ফিরোজ মিয়া, নলেজ মিডিয়া। নির্বাহী সদস্য হলেন, ইকবাল হোসেন শানু, লাবনী। মো. তাজুল ইসলাম, বর্ণসাজ। ফজলুল হক মন্ডল, সূচয়নী পাবলিশার্স। মোহাম্মদ কাওসার আলম, নিউ নোভেল পাবলিকেশন্স। আবদুর রউফ বকুল, কথামেলা প্রকাশন। মো. জিয়া উদ্দিন জিয়া, জুঁই জেমি প্রকাশনী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়