Apan Desh | আপন দেশ

অল্প খরচে বেশী লাভ, জনপ্রিয় হচ্ছে আমলকী চাষ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ১০ অক্টোবর ২০২৫

অল্প খরচে বেশী লাভ, জনপ্রিয় হচ্ছে আমলকী চাষ

ছবি : আপন দেশ

ভেষজ গুণে ভরপুর আমলকী। কালীগঞ্জে আমলকীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। অর্থনৈতিক সম্ভাবনা বাড়াচ্ছে আমলকী চাষে এবং বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এ অঞ্চলের গ্রামীণ এলাকায় শীতের আগেই বাজারে আমলকীর সমাহার। ভেষজ গুণ ও ঔষুধিগুন সমৃদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে আমলকীর চাহিদা বেড়েছে কয়েকগুণ।

উপজেলার স্থানীয় হাট-বাজারে কাঁচা আমলকী ছাড়াও শুকনো আমলকী, আচার, মোরব্বা ও গুঁড়া আকারেও বিক্রি হচ্ছে। বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা আমলকী ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনো আমলকীর দাম আরোও বেশী। ভেষজ কোম্পানিগুলো পাইকারি হারে গ্রামাঞ্চল থেকে আমলকী সংগ্রহ করছে। উপজেলার উত্তরাঞ্চলে প্রায় ৩০ বিঘা জমিতে আমলকীর চাষ হয়েছে।

সরেজমিনে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের আমলকী ফল বাগানের স্বত্তাধিকারী সেবক পাল জানান, তার ৫ বিঘা জমিতে দুইশত আমলকী গাছ রয়েছে। এবছর আমলকীর বাম্পার ফলন হয়েছে। প্রায় ১০ লাখ টাকা বিক্রি হয়েছে। বাজারে দামও ভাল পাচ্ছি। সামান্য যত্ন নিলেই ভালো ফলন পাওয়া যায়। সরকার যদি সংরক্ষণ ও বিপণনে সহায়তা করলে কৃষকরা আরও লাভবান হতো।

আরও পড়ুন<<>>তারেক রহমানের ৩১ দফা প্রচারণায় জনতার ঢল

উপজেলা কৃষি সম্প্রসারণের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, এ অঞ্চলে বর্তমানে ব্যাপক হারে আমলকীর চাষ হচ্ছে। গাছে তেমন পরিচর্যা দিতে হয় না। আমলকীর উৎপাদন ও আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মুস্তাক হোসেন আপন দেশকে বলেন, আমলকীতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টসহ প্রচুর পরিমাণে লৌহ ও খনিজ পদার্থ রয়েছে। এটি হজমে সহায়ক, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্যও উপকারী।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান আপন দেশকে বলেন, আমলকী একটি লাভজনক ফসল। রোগবালাইয়ের আক্রমণ কম তাই গাছে তেমন পরিচর্যা করতে হয় না। সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নতি হলে আমলকী জাতীয়ভাবে রফতানি উপযোগী একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হয়ে উঠতে পারে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের আমলকী চাষ সম্প্র্রসারণে উদ্বুদ্ধকরণ ও সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়