
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তা যেন সফল না হয় সেজন্য শিক্ষকসহ সবাইকে সতর্ক থাকতে হবে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক মহা-সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে পারবো কি না।
তারেক রহমানের নেতৃত্বের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে তিনি বলেন, গ্রাম-গঞ্জে সবখানে পৌঁছে যাবেন শিক্ষকরা। সেখানে তারেক রহমান ও দলের কার্যক্রম সম্পর্কে জানাবেন।
শিক্ষকদের দাবি-দাওয়া ৩১ দফায় পূরণের কথা বলে হয়েছে উল্লেখ করে, শিক্ষকদের প্রতি বিএনপির দাবি, সন্তানদের এমন মানুষ হিসেবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে শিক্ষকদের।’
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ষড়যন্ত্র যাতে সফল না হয়, এর জন্য শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।