Apan Desh | আপন দেশ

দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেয়ার আহবান দুদক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:০৭, ১৪ অক্টোবর ২০২৫

দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেয়ার আহবান দুদক চেয়ারম্যানের

ছবি: আপন দেশ

আসন্ন নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যেন রাজনৈতিক দলগুলো মনোনয়ন না দেয়, সে আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন বেচাকেনা অবশ্যই বন্ধ করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এ আহবান জানান দুদক চেয়ারম্যান। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালার প্রধান অতিথি ছিলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। এর জন্য ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা হচ্ছে। ভারত যদি ন্যায়বিচার করে, তবে তাকে ফিরিয়ে আনা সহজ হবে।

আরও পড়ুন>>>ঢাকার নি.প্রকৌশলী বাচ্চুকে ধরতে দুদক, ৫ কোটিতে পদ, ঘুষ কালেকশন ২২ কোটি

আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে তদন্ত করা হবে।

তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হলেই শীর্ষ নেতাদের দুর্নীতির মামলা বাতিল হয়ে যায়, এমন সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। এ ধারা বদলানো জরুরি।

এ সময় আসামিদের জামিনের বিষয়ে আদালতকে সংবেদনশীল হওয়ারও আহবান জানান দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আবদুল্লাহ-আল-জাহিদ। এ সময় আরেও উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) এর সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল হকসহ সিনিয়র সদস্যরা। কর্মশালায় দুদক বিটের সাংবাদিকরা অংশ নেয়। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়