Apan Desh | আপন দেশ

‘জামায়াত বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৩৩, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৫৯, ৬ অক্টোবর ২০২৫

‘জামায়াত বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না’

মিয়া গোলাম পরওয়ার।

বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় না। এ মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (০৬ অক্টোবর) জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

আরও পড়ুন>>>যমুনা-সচিবালয়সহ আশাপাশে আগামীকাল থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না।

বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমীর।
  
তিনি আরও জানান, বৈঠকে ফিলিস্তিনিদের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমীর। রোহিঙ্গা সংকট সমাধানেও তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়