Apan Desh | আপন দেশ

সমুদ্রপাড়ে কালো বিকিনিতে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ৪ অক্টোবর ২০২৫

সমুদ্রপাড়ে কালো বিকিনিতে নুসরাত ফারিয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে শোবিজে আগমন ঘটে। তবে অভিনেত্রী ও উপস্থাপনার বাইরেও তিনি সুনাম কামিয়েছেন মডেল ও গায়িকা হিসাবেও। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকে এ চিত্রনায়িকা। নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

তারই ধারাবাহিকতায় ভক্তদের জন্য শেয়ার করলেন কিছু ছবি। এবার স্যাটায়ার ক্যাপশনে নীল সমুদ্রে কালো পোশাকে নরম রোদের সকালে ‘উষ্ণতা’ ছড়ালেন ফারিয়া। শনিবার (০৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করেন তিনি। বিচপাড়ে ছবিগুলো তুলেছেন এ অভিনেত্রী। তবে জায়গার নাম উল্লেখ করেননি।

কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দিলেন। খোলা চুল, হালকা সাজ ও হালকা গয়নায় সাজানো ফারিয়ার এ লুক মুহূর্তেই নজর কাড়ে সবার। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়।

আরও পড়ুন<<>>‘বাংলাদেশেও বড় করে পূজা হয়’

ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন— চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়।  অর্থাৎ, যারা নুসরাতের এ অবতারে অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য ‘স্ক্রল করে এগিয়ে যাওয়ার’ পরামর্শই যেন দিলেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুহূর্তের মধ্যে লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন, কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে।

অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। এর ফাঁকেই একেকদিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়