
ছবি : আপন দেশ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
শুক্রবার (০৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছিল।
আবহাওয়া অধিদফতর জানায়, সাগরে এখনো গভীর নিম্নচাপটি বিরাজমান রয়েছে। এর ফলে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এ নিম্নচাপের কারণে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে।
ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন<<>>গভীর নিম্নচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি
যেসব জেলা ঝড়ের ঝুঁকিতে রয়েছে, সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে আকাশ মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম। দুর্গাপূজার ছুটিতে রাজধানী এখন অনেকটাই ফাঁকা।
এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।