
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবেন। এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে সংগত কারণে দেশে ফিরতে না পারার কথা উল্লেখ করে দ্রুতই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তারেক রহমান।
সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। যেখানে দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু সংগত কারণে দেশে ফেরা হয়ে উঠেনি। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।
তারেক রহমান বলেন, যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সে নির্বাচনে কেমন করে দূরে থাকব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সে প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সাথে, জনগণের মাঝেই থাকব, ইনশাআল্লাহ।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনোই নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। জুলাই আন্দোলন সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে থেকে। এ আন্দোলনে বিএনপিসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আগস্ট মাসে এসে জনগণে রাজনৈতিক দলের সঙ্গে অংশগ্রহণ করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কারও ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই আন্দোলনে সমাজের দল-মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। এ আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এ আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা কোনো ব্যক্তি নয়, এ আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভূমিকা কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যতবার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিবার তিনি অবদান রেখেছেন। এবারও সবার চোখের সামনেই ঘটেছে, কীভাবে তার ওপর স্বৈরাচারের সময় অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে। কিন্তু উনি আপস করেননি।
এমন একজন ব্যক্তি আজ অসুস্থ উল্লেখ করে তিনি বলেন, কেন-কীভাবে তিনি শারীরিকভাবে অসুস্থ হলেন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেয়া হলো, আমরা দেখেছি। যে মানুষটির বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এতবড় অবদান রয়েছে, আমি সে দলের কর্মী হিসেবে বিশ্বাস করি- জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, উনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। তার শারীরিক অবস্থার ওপর বিষয়টি কিছুটা নির্ভর করছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।