Apan Desh | আপন দেশ

আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৩৪, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৩৭, ৬ অক্টোবর ২০২৫

আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত। সারাদেশে মোট ১১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটিগুলো অনুমোদন দিয়েছেন।

আরও পড়ুন>>>খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনী মাঠে নামছে বিএনপি

যে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি হলো- মো. সজিব হোসেনক আহবায়ক ও মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; জান্নাতুল ফেরদৌস ইসলাম মুনাজকে আহবায়ক ও মো. ফয়সাল সরকারকে সদস্য সচিব করে জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রদল; মীর আশিককে আহবায়ক ও আদিবুল হাসান খানকে সদস্য সচিব করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ছাত্রদল; মো. আসিফ সিদ্দিকি (উচ্ছ্বাস)-কে আহবায়ক ও মো. মুশফিকুর রহমান (রুদ্র)-কে সদস্য সচিব করে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ছাত্রদল; আব্দুল্লাহ আল শাহরিয়ার নাভিদ কে আহবায়ক ও মো. রানা আহমেদ’কে সদস্য সচিব করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ছাত্রদল; আবু হোরায়রাকে আহবায়ক ও মো. মানজুরুল ইসলামকে সদস্য সচিব করে ইষ্টার্ণ বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. জাহিদ হাসান (জেনিত)-কে আহবায়ক ও সজীব আহমেদ রানাকে সদস্য সচিব এবং মো. সিহাব উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. মশিউর রহমান খানকে আহবায়ক ও এমদাদুল হক সোহাগকে সদস্য সচিব এবং মো. পারভেজ আলীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল-এর আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়