Apan Desh | আপন দেশ

ভারতের প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৬ অক্টোবর ২০২৫

ভারতের প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিএআর গাভাইয়ের উদ্দেশ্যে একটি জুতা ছোঁড়ে ৭১ বছর বয়সী আইনজীবী। জুতা বিচারপতির কোর্টে পৌঁছায়নি। মুহূর্তেই অভিযুক্তকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাটি শুনানি চলাকালে কোর্টরুমে ঘটলেও প্রধান বিচারপতি গাভাই সংযম বজায় রেখে বলেন, আমি এমন ঘটনায় সবচেয়ে কম প্রভাবিত ব্যক্তি। এমন কথা বলে তিনি শুনানি চালিয়ে যান।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রধান বিচারপতি দিনের প্রথম মামলার শুনানি শুরু করার সময় ওই প্রবীণ আইনজীবী স্লোগান দিতে দিতে জুতা ছোঁড়েন। তিনি চিৎকার করেন, সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।

আরও পড়ুন>>>‌‘শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে ভারত’

ঘটনায় অভিযুক্তের নাম কিশোর রাকেশ। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী বা ক্লার্কদের দেয়া প্রক্সি কার্ডের মাধ্যমে কোর্টে প্রবেশ করেছিলেন। তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়; নিরাপত্তা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনার সময় কোর্টে উপস্থিত একজন আইনজীবী বলেন, প্রধান বিচারপতি পুরো সময় শান্ত থাকেন। সিনিয়র জ্যুরিস্ট ইন্দিরা জয়সিং বলেন, এ ঘটনা সম্পূর্ণভাবে তদন্ত করা উচিত। অভিযুক্ত আইনজীবীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এটি সুপ্রিম কোর্টের উপর একটি স্পষ্ট জাতিগত আক্রমণ। যা সমস্ত বিচারপতির সমন্বিত বিবৃতির মাধ্যমে নিন্দা জানানো উচিত। প্রধান বিচারপতি গাভাই আদালতের মর্যাদা বজায় রেখে তার কাজ চালিয়ে গেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়